তোমার কথা ভাবতে এতো চঞ্চল হয়ে উঠেছি যে নেচে যাচ্ছি আয়নার সামনে
উৎসাহে আরো জোরে অনেকঠা জুড়ে।
তুমি আবার আসবে ভেবে তোমার কাছে একা ঘর-বাড়ি।
আমি ভুলে যায় খুব সহজেই ভুলে যায় আবার যখন খুব করে জেগে ওঠে হৃদয়ের আঙিনায়।
তুমি তোমার ঘরে আর আমি আমার ঘরে প্রেমে প্রেমে কাছে যাই
তোমার ঘরে তোমার বিছানায়
তোমাকে নিয়ে ভাবি একের পর এক জয়েন্ট
আরো ভাবি ভাবনার জন্য যেনো অবসর মিললো এতো দিন পর।
তুমি আবার আসবে ভেবে ভেবে আমি লিখে যায় নিজে নিজ মনে সেই আলো তুমি দেখে ছিলে তা কতো নিস্পাপ ছিলো।
তুমি আবার আসবে তোমার জন্য যতো কবিতা তা আমি পড়ে শুনাবো।
তুমি শুনে শুনে মুগ্ধ হবে শেষ অশ্রু ঝড়া চোখে যেভাবে চুমু খেয়েছিলে।
০৯/০১/২০২১
রাত -১১ঃ০৬, ঘরের কোণে। শীত
0 Comments