প্রথম সকাল

আজকে একটি কবিতাও লেখা হয় নি

তিনবার লেখার ইচ্ছে হয়েছিলো লেখা হয় নাই
কবি বিভ্রাট হবে বিধায়
অথচ তিন দুগুণে ছয়
ছয় ছয় ছত্রিশটি কবিতা হয়ে যেতো লেখা
অথচ একটি কবিতাও লেখা হলো না
আজকে দিনরাত মিলে
পৃথিবী প্রকৃতি এক সাথে
নোট'স এ প্রাক্টিস করতে লাগলাম
পনেরো বিশ লাইন লিখার পর দু'টি লাইন এলো- আমাকে ব্যাকরণ বুঝায়, আমার ব্যাকরণ নাই- আমি একাই সাহিত্য।
হালকা হলাম শরীর বিছানার পিঠে আত্মাকে মুক্ত করলাম।
কবিতা লেখা শেষ হবে ভেবে লেখতে শুরু করলাম
লিখতে লিখতে ভাবনার শেষ হলো পরিসমাপ্তি ঘটলো নিঃসঙ্গ রাতের।
তবু ফুরাতে চাই না কবিতা
চরণ ভরা শিশির, প্রথম সকালের মতো সতেজ
সুন্দর হবে পুরোটা দিন
তবু আমি আলসে আছি, সকালের বিছানা ভরা ব্যথায়, আমাকে উঠতে দেয় না সকাল-সকাল
প্রথম সকালে।

১৯/০৩/২০২১
রাত-১২ঃ৩১, ঘরের কোণে। আগুন

Post a Comment

0 Comments