আজ সব থেকে সুন্দর সন্ধ্যা রাত
এই প্রহরে আগুনের দু'টি রমণী আমার দিকে ফুলকার মতো ধেয়ে আসে।আমি খুবই উল্লাসিত প্রাণী আমার যা কিছু আছে আজ তোমাদের পায়ে ফুলের পাপরীর মতো তোমাদের স্পর্শ করে।
তোমরা কাতর
ভিতরের কাতরতার গা গা শব্দ শুনতে পাই।
আমার মনোভাব শুধু তোমার কাছে যা আগে হয়নি কখনো খেলার ছলে।
শৈশব মনে পরে, তবুও ফিরে আসে না সেই মন যখন আটকে যায় সময়ের সাথে, চলতে থাকে সময়ের সাথে
আমি যা কিছু করি, বিস্ময় ফুরায় না!
যেনো আগুনের গল্প শুনতে শুনতে বলতে বলতে
আগুনের দু'টি খন্ড আমার দিকে ধেয়ে ধেয়ে ফুলকার মতো আসে।
—
ভেবে ছিলাম শেষ করবো
দু'টি আগুনের খন্ড ছুতে পেলে গিলে খাবো
আরো কিছু সুন্দর আরো সুখ আরো প্রাচুর্য আভিজাত্যে ভরপুর যদি হয় নিম্ন মধ্যবিত্তের আকাঙ্ক্ষা
ভিতরের কাতরতার গা গা শব্দ শুনতে পাই।
আমার মনোভাব শুধু তোমার কাছে যা আগে হয়নি কখনো খেলার ছলে।
শৈশব মনে পরে, তবুও ফিরে আসে না সেই মন যখন আটকে যায় সময়ের সাথে, চলতে থাকে সময়ের সাথে
আমি যা কিছু করি, বিস্ময় ফুরায় না!
যেনো আগুনের গল্প শুনতে শুনতে বলতে বলতে
আগুনের দু'টি খন্ড আমার দিকে ধেয়ে ধেয়ে ফুলকার মতো আসে।
—
ভেবে ছিলাম শেষ করবো
দু'টি আগুনের খন্ড ছুতে পেলে গিলে খাবো
আরো কিছু সুন্দর আরো সুখ আরো প্রাচুর্য আভিজাত্যে ভরপুর যদি হয় নিম্ন মধ্যবিত্তের আকাঙ্ক্ষা
খুব শীঘ্রই আমার কবিতার পূর্ণতা আসবে রাতের গাঢ় আধারে, সকালের ঘাসের ডগায় শিশির, দুপুরের রদ-বাতাস বিকেলের গাঢ় সবুজ লকলকে ধান পাতা।
আমি যে কিভাবে তোমাদের প্রসংশা করবো তুমি ইশ্বর তবুও তুমি প্রত্যাশা করো না আমার থেকে কল্পনার মতো অনাকাঙ্ক্ষিত সুখ-শোক।
আরো অসুখ, চাপিয়ে দাও
সব সব কিছু যা আমাকে বাধ্য করে
আমি পুড়িয়ে ফেলবো ফায়ার ড্রাগনে
দু'টি সুন্দর আগুন আমার দিকে ফুলকার মতো ধেয়ে ধেয়ে আসে।
আমি যে কিভাবে তোমাদের প্রসংশা করবো তুমি ইশ্বর তবুও তুমি প্রত্যাশা করো না আমার থেকে কল্পনার মতো অনাকাঙ্ক্ষিত সুখ-শোক।
আরো অসুখ, চাপিয়ে দাও
সব সব কিছু যা আমাকে বাধ্য করে
আমি পুড়িয়ে ফেলবো ফায়ার ড্রাগনে
দু'টি সুন্দর আগুন আমার দিকে ফুলকার মতো ধেয়ে ধেয়ে আসে।
১৩/০৩/২০২১
রাত-০৮ঃ৫০, ঘরের কোণে। আগুন।
0 Comments