১৩/০৩/২০২১
রাত-১১ঃ০০, ঘরের কোণে।আজ অস্থিরতা ভীষণ
মা'র মুখে আপনার কথা শুনলাম যখন চুলার পাশে মায়ের পাগল ছেলের মতন
আপনার জন্য, শুধু এতো সুন্দর বলে মা আমার কাছে দ্বিতীয় বার ইশ্বর বলে স্বীকৃতি পেলো।
আপনাকে আর বলবো না
এবার তোমাকে বলবো
আমাকে স্থির করো বুকে জাপটে ধরে আমাকে সংবরণ করো
আলমগীর জয়া পদ্মার মতো অথবা কুমার সানু ঝর্ণার মতো
আমি তোমাকে দিবো, তুমি নিবে আমায় এই সন্দেহ ঝেরে ফেলাম।
এবার আমাকে স্থির করো
লোহার শিকলে তুমি আমাকে বুন্দি করো প্রেমে
মাতাল কবি আজ আনন্দ মনে
তোমাকে নিয়ে ভেবে যায়
তোমাকে বলবো না কিছু
তুকে বলি শুন
বদমাশ আমি পরিচিত ক্লাসমেট নন ক্লাসমেট টিচার আরো অনেকে আমাকে বদমাশ হিসেবে জানত
সেই সব অতীতের কথা
তুই আমার বর্তমান
মদ যাকে কাজের ব্রেকে চেকে ফেলা যায়।
তুর জন্যে রাত আমার থেমে থেমে রয়
তুকে খুন করে ফেলবো।
তুকে ফুল অথবা তার বিপরীততম নিকৃষ্ট বস্তু দিয়ে আঘাত করবো না কখনো শুধু শুধু খালি খালি পৃথিবীতে মানুষের সাথে থেকে যাবো ধ্বংসের মুখে
রেখে যাবো না কিছু, জীবনের যতোটুকু অর্জন সাথে সাথে বিলিয়ে আমাদের নিস্তার, আমরা শুবো এসো।
0 Comments