যে ভালোবাসতে পারে সে কাছে টানতে পারে
যে সুন্দর গলে পরার মতন হাসিতে পারে সে এই বিশ্বব্রহ্মাণ্ড এক আসরেই জয় করে।
যে দেখতে পাই সদ্য হেটে চলা দূরন্ত চঞ্চল শৈশব উদ্ভান্ত পথে কৈশোর যৌবনের অসহ্য বিষাদের ঘাট
আমরা দেখতে পাই শিশুদের চোখে মুখে সেই বিস্ময়কর তেজ।
আমরা দূর্গ গড়তে পারি গয়গ্রাম
সৈন্য দিয়ে আধুনিক অস্ত্র দিয়ে সমর সজ্জায় জীবন পারি দিতে পারি।
আমাদের চোখে ঘুম নেই,
অস্ত্রের ঝনঝনানি আমরাও দিতে জানি
আমাদের স্বপ্নের মাটিতে ন্যায্য ফলাফল প্রত্যাশা করে জমির আইল।
আমরা পরিশ্রমী এটাই তোমাদের ভয়ের কারণ আমি জানি।
সংস্কার করে নিবো আমাদের মতো।


০৮/০২/২০২১
রাত-১০ঃ৫৫, ঘরের কোণে।শীত।