এখনো কোনো সাংবাদিক বুম হাতে ক্যামেরা কাধে আসেনি।
আমি মোড়ের দোকানে জটলা ছেড়ে গিয়ে দেখি সামনের দোকান বুন্ধ।ছেলেপুলে নেই যাদের কে ডাকবো কবিতা কী তা বুঝাবো।
তারা অবশ্যই কবিতা বুঝবে কারণ আমি এখানে আছি।
যদি তারা কবিতা না বুঝে আমি নির্বাসন নেবো সন্নাসী হয়ে শেষ টা পার করবো।
আমি মনে করি বাংলাদেশে তিনটে ব্যাক্তি আছে যাদের বাংলাদেশ ফলো করতে পারে-
কবি ইমতিয়াজ মাহমুদ, কবি সহ আরো উচ্চ অঙ্গনে যার অবস্থান সে হলো মারজুক রাসেল এবং তৃতীয় ব্যাক্তি কবি নিজে স্বয়ং ইসরাফিল আলম।
এখনো কোনো সাংবাদিক বুম হাতে ক্যামেরা কাধে
মোড়ের দোকানে আমার সাক্ষাৎকার নিতে আসেনি।
যেই কবি এখন কৃষক না সেই কবি আমার সাথে কথা বলতে পারবে না।
যেই কবি চাষি; মাঠে যায় জমির ফসল হাতে খুলে পরীক্ষা করে সেই কবি শুধু আমার সাথে কথা বলতে পারবে আমাকে অস্বীকার করতে পারবে।
এছাড়া কাউকে সে অধিকার আমি দিই নাই যে আমকে অস্বীকার করে।
এ এক থাবলা অধিকারে পাতায়।
০৯/০২/২০২১
রাত-০৭ঃ২৩, ঘরের কোণে। শীত।
0 Comments