কবি ও কবিতার ধারক এবং ধাত্রী
কবি আহমেদ নীল
আমার অনেক বড়ো অর্জন বিশ্ববিদ্যালয় বলতে কিছুই বুঝে না ভিচি-প্রক্টর বডি
আমি ক্যাম্পাস বুঝি
আমি যা চেয়েছি ভর্তি হওয়ার আগে সব সব কিছু আমি পেয়েছি ফুলসব ফোটে অগণিত দেব কয়েকটি দেবি যাদের সাথে আমার দেখা হয়
এবং তাদের সাথেই মিছিল মিটিং গান আড্ডা ঘুরে বেরিয়েছি —
বিশ্ববিদ্যালয় গুলোকে আমার কিছুই মনে হয় না
আমি যা পেয়েছি তার কাছে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রসংশা পত্র সত্যায়িত কয়েক কপি ডকুমেন্টস এই সবের মূল্য না ছিলো আগে না আছে এখন
তবে ক্যাম্পাসের পরিচিত সকলেই
চা বিক্রেতা থেকে গ্যাজা বিক্রেতা পর্যন্ত আদরের ছোট ভাই
বন্ধু, বড়ো ভাই দাদা স্বর্গের দূত।
আমাকে বদলাতে থাকে শুরু থেকে সে কয়েক জন
সমুন মোড়ল একজন সেক্সি দার্শনিক
তাকে ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থীই চিনতেন
তার পর কিঞ্জল ভাই কম পেয়েছি তাকে
সুব্রত দা রুমেট ছিলো
নরুল নাহিদ তার সাথে আমার ঝগড়া বাধে বাধতে চায় বারবার রুমে,
তাকে হঠাৎ দেখলে মনে হয় কয়েক যুগ দিখিনাই তাকে
রকি ভাই তার গলার স্বর কথা বলার ভঙ্গি
তিনি অত্যন্ত স্মার্ট একজন লোক
অলৌকিক ক্ষমতা প্রাপ্ত বোঝাতে পারে সব কিছু
তারপরও কিছু কথা শুনিছে, কিছু কথা শুনিনি।
১৩/০৩/২০২১
রাত-০৯ঃ৩১, ঘরের কোণে।আগুন।
0 Comments