আমি এতোটা সুখী আমি নিজেকে নিয়ে খুব সন্তুষ্ট আমি প্রসংশা করতে পারি শুধু তাই নয়
আমি ইশ্বর কে অবজ্ঞা করে আজ এখানে, কখনো কখনো নিজেকে ইশ্বর মনে হয় ভক্তিতে স্বং প্রভু সম্মুখে আলাপচারিতায় বসে, আমি কি মুগ্ধ নয় যেখানে আমার থাকার কথা ছিলো পৃথিবীতে সামান্য কোনো প্রাণ পিছিয়ে থাকা যতো অতীত আজ আয়নাতে হাসে। তার হাসি এতো বিশুদ্ধ হাসি আমি পৃথিবীতে রেখে এসেছি
আমি এতো সুখী বোধ করি
তবু্ও কি আমি সুখী নয়?
আভাব আছে অফুরন্ত জানি
এতো কিছু আছে অথচ সব থেকে প্রয়োজনীয় একজন নারী আজ আমার পাশে নেই
আমি ডাইনিং এ চিতকার করে বলতে চাই
আমার একজন নারী দরকার
আমার কাছে কোনো নারী নেই
আমি এতো দরিদ্র নিজেকে কখনো ভাবি নি যেনো আমি নিঃস্ব আমার কিছু নেই
অনেকে অসহায় ভেবে আশ্রয় দেওয়ার ইচ্ছে প্রকাশ করে, আমার কাছে সেইসব অভিনয় মনে হয়
আমি বিশ্বাস করতে পারি না কিছুই,
আমি বিশ্বাস করতে পারি সব কিছু।


০৬/০৩/২০২১
রাত-১১ঃ২৫, ঘরের কোণে। একলা পথিক।