এইসব রঙ রমণীর ঢঙ ঢুকে পরে আমার ঘরে
চোখ খোলার আগে চোখের পলকে ঢুকে পরে ঘরে
শরীর জুড়ে অন্ধকার সেখানে কোনো রমণী টগবগে।
যুবতীকে দেখা যায় স্পর্শ করা যায় না অন্ধকার অনুভূতি হীন ঘরে।
ফিরিওয়ালার ভরদুপুরের স্বর ক্লান্ত তবু্ও দেখাতে চাই না বিরক্ত অবসর।
অবসর নেই কোনো, কোনো পথ যেনো অযথাই সুম্মখে সমুদ্র রেখে যায়, যেনো পিছনে কেউ না পালায়
তুমি সাহস, তুমি ভরদুপুর ঘরের আলো
তুমি সকালের পাখি পা ভিজে শিশিরের জল
ভালোবাসি, জানালার বাহিরে তাকিয়ে থাকি, কি যেনো ভাবি; মিষ্টি।
ভালোবাসতে পারি খুব সহজে, দ্রুত গেঁথে যাই হৃদয়ের বর্শিতে।


০৬/০৩/২০২১
দুপুর-০১ঃ০৮, ঘরের কোণে। একলা দুপুর।