তোমাকে নিয়ে কি ভাববো বলতে পারো?

যা করি যা করবো ভাবি, এইসব নিয়েই আমার লেখা আমার কবিতা, ছোট গল্প, গান, চিঠি, কথোপকথন, অ্যালবাম।
মানুষ হিসেবে বেঁচে থাকার দ্বিধা সংশয় বাধাবিপত্তি খড়া আষাঢ় শ্রাবণ আগুন এখন খুঁজি ঝর্ণা; তার সাথে দেখা খুব ভীষণ জরুরি।
আমি একলা আজ বড়ো একলা হয়ে যায় হাসি না কাঁদিনা, নিস্তব্ধ স্থির
আমাদের মগজে কি কি থাকে?
একটি পাউষ তার মধ্যে থাকা হরেক রকমের রত্নাদি
মগজ তার থেকে কম দশভাগের এক ভাগও না।
আমরা দেখি বুঝি কম থেকে থেকে আমরা দেখি বুঝি বেশি।
সেই থেকে আজ আর একটি কথাও না
বলা হলো না তুমি কতোটা অন্যরকম
আমি ভেবেছিলাম তুমিই হবে আমার বেনামী ঝর্ণা
আর আমি আগুন একা থাকলে হয় নাকো একটি রাত একটি মুহূর্তও।
আমাদের শরীরের ভিতর দাউদাউ আগুন
আমরা টের পাই তার উত্তাপ ভেসে ভেসে আসে
টের পাই ভিতর থেকে ঝর্ণাকে ডাকছে
সে ডাক মৃদু, নরম, কমল, কাতর স্বর স্বর্গের মানুষের যেরকম হয়।
আমি প্রাপ্য সেই ফল, যা মিথ্যা ভর্তুকির নামে কৃষকের গোয়া মেরে যাচ্ছে হলাহল।
আমি তার কথা বলতে পারি না এখন
নিজেরই অফুরন্ত অভাব, তোমাকে নিয়ে কি ভাববো বলতে পারো?


০৯/০৩/২০২১
রাত-০৭ঃ৪৮, ঘরের কোণে।একলা

Post a Comment

0 Comments