সেদিনের ভড়া পাতিলে কোদালের বাটনি দিয়ে বারিমারা।
ভাত, তরকারির হাবলার মতো চেয়ে থাকাআজ এসে কথা হয় এ সম্পর্কে
সেন্সলেসের মতো কাজ প্রতিক্রিয়া অভিযোগের ধাচ।
সৈকতের দিকে তাকাই হাসি ভড়া মুখ, কি বলে এইসব?
জীবনের খাতায় বৃন্তের মতো দেখাই কিছু ফুল; লাল না কালো রঙ টায় বুঝা যায় না
আকৃতি ফুলের মতন
লজ্জাবতী’র কাটায় ভড়া রসের হাড়ি
কোমর তার গহীন নগরে, ব্যবসাপাতি হয় আমরা পথ হারা।
কতোবার সেই পথ খুঁজে পাই হারিয়ে যায় কিছুক্ষণ, এভাবেই হারিয়ে যায় ভীষণ থেকে ভীষণ যে জীবন চিহ্ন রাখে ক্ষতের মতো দেখতে হয় দগদগ।
আমরা স্বপ্নে বাঁচি, স্বপ্ন আমাদের জীবন শক্তি।
তাই আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন খাই বেঁচে থাকি অসীম আর অনন্ত পাশাপাশি সময়।
আমরা স্বপ্নে বাঁচি, স্বপ্ন আমাদের জীবন শক্তি।
তাই আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন খাই বেঁচে থাকি অসীম আর অনন্ত পাশাপাশি সময়।
০৯/০৩/২০২১
রাত-০৭ঃ২৬, ঘরের কোণে।অলক্ষুণে।
0 Comments