অভ্যাস করি জ্বালিয়ে পোড়াবার

বুকের উপরে যে ছাদটা, তার উপরে আরেকটি ছাদ দিবো অর্ধেক টা আন্টি-সাউন্ড পুলিউশান দিয়ে মোড়াবো, সেখানে হবে একটি স্টুডিও গান হবে, একটি লাইব্রেরী পড়া জন্য
যখন গান গাবো তখন পড়বো না আর
যখন পড়বো তখন গান গাবো না।
মাঝেমধ্যে রিয়ার্সেল করবো প্রোডাকশনের ঘরোয়া ইন্সট্রুমেন্ট থাকবে, থাকবে নবো উদ্যম প্রজন্মের পর প্রজন্ম।
বাঁকি অর্ধেকটায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করবো আর ছাদ জোড়া এক নিজের মতো বাগান ফুল-গন্ধ, মৌমাছি-পরাগ সবুজ আর রঙ বেরঙ পাপরী রাতের বিছানায় তোমাকে শুভেচ্ছা জানায়
কাছে আসার জন্য অভিনন্দন।
বুক এখন ফাকা হাহাকার শুধু, যেদিন হবে দেখা নিশ্চয় তুমি আমি কেউ ভুলবো না এই পৃথিবীতে আমরা ছিলাম একা।
সংসার একটা বিষের বাড়ি, যতক্ষণ খাই সয়ে যাই, অভ্যাস করি জ্বালিয়ে পোড়াবার।


০৮/০৩/২০২১
রাত-১১ঃ০৭, ঘরের কোণে।একলা আগুন।

Post a Comment

0 Comments