কবিতা তুমি আমাকে ছেড়ো না; সবাই ছেড়ে যাক
তবু তুমি আমাকে ছেড়ো না, এর বদলে আজকে এই মুহূর্ত আমাকে খুন করোনয়তো বা আত্মহননের সেই ধারালো অস্ত্র আমাকে দাও
আমি নিজ হাতে আগুনের দুটি চোখ উপরে ফেলি, ছুড়ির আগায়
ঝর্ণার আসার কথা, সে আসিনি এখনো, আমি পাগল সংসার-হাড়ি-পাতিল ভাঙি কোদালের বাটনি দিয়ে
চিতকার উঠে পারা পরশী জড়ো হয়
আমি বলি- আপনারা যান এখন আমি নিজেকে সামলায়।
আমাকে পাগল করেছে কেউ বেনামী একজন
যার নাম হবে- ঝর্ণা।
আমি আগুন সে হবে আমার ঝর্ণা
একই পাহাড়ে যদি হয়ে যায় বিস্ময়ের সাথে দেখা
যদি কথা হয় দু'চার অগণিত
তাকে জিজ্ঞেস করলে নাম বলতো -ঝর্ণা
তখন দুজন দুজনের বুকের ভিতরে অন্ধকার চোখ বুঝে খড়কুটোর মতো জাপ্টে ধরে রাখতাম বুকের মধ্যে
তখন কথা হবে ফুলের মতো নিস্পাপ শিশুসুলভ।
শৈশবের পুতুল খেলার কথা মনে পরে?
মনে পরে পুতুল বদলের সেই খেলা?
ঝর্ণার আসার কথা, সে আসিনি এখনো, আমি পাগল সংসার-হাড়ি-পাতিল ভাঙি কোদালের বাটনি দিয়ে
চিতকার উঠে পারা পরশী জড়ো হয়
আমি বলি- আপনারা যান এখন আমি নিজেকে সামলায়।
আমাকে পাগল করেছে কেউ বেনামী একজন
যার নাম হবে- ঝর্ণা।
আমি আগুন সে হবে আমার ঝর্ণা
একই পাহাড়ে যদি হয়ে যায় বিস্ময়ের সাথে দেখা
যদি কথা হয় দু'চার অগণিত
তাকে জিজ্ঞেস করলে নাম বলতো -ঝর্ণা
তখন দুজন দুজনের বুকের ভিতরে অন্ধকার চোখ বুঝে খড়কুটোর মতো জাপ্টে ধরে রাখতাম বুকের মধ্যে
তখন কথা হবে ফুলের মতো নিস্পাপ শিশুসুলভ।
শৈশবের পুতুল খেলার কথা মনে পরে?
মনে পরে পুতুল বদলের সেই খেলা?
০৮/০৩/২০২১
রাত-১০ঃ২৯, ঘরের কোণে। একলা আগুন।
0 Comments