হৈমন্তি শুক্লা কে শোনছি
- এতো সুখ দিও না, এতো সুখ যে আমার সয় না।
আর ভাবছি আমার বউ যদি এরকম হয়
যদি সুখে অতিষ্ট হয়ে আঠার মতো লেগে থাকে গায়।
আমার আকাঙ্ক্ষা নানা বর্ণে ফুটে উঠে এই আমার স্বপ্ন ইচ্ছা কামনা প্রেম কাছে থাকা মিশে থাকা গায়ে গাই।
নারীর নরম কমল ফুলের মতো আচরণ আমি আত্মস্থ করবো এ আমার প্রথম কাজ।
আমার সাথে কথা বলতে ঢলে ঢলে বয়ে আশা মানুষের প্রতি বিনয়ী সদয়
আমরা কৃষক বলে আমাদের আচরণ উদ্যত কর্কশ মন মেজাজ হয়ে থাকে যখনতখন আগুন, মাটির সাথে আমাদের সম্পর্ক বিনাশ।
মাটি ও মানুষ, চাষি ও সবুজ বৃন্তে বর্ণে তোমাকে জাগিয়ে তুলবো কামনায় ফাগুনেরও বাতাস।
নারী কে আরো বেশি প্রয়োজন কবিতায় যেমন রসের প্রয়োজন জীবনে তেমনই প্রয়োজন, আমাদের আয়োজন ফুরোবে না কখনো, আমাদের শক্তি-বল যতোদিন চিন্তাকে উসকে দিচ্ছে ততোদিন পর্যন্ত, পৃথিবীর শেষ দিন পর্যন্ত।
০৮/০৩/২০২১
রাত-১০ঃ০৭, ঘরের কোণে। একলা আগুন।
0 Comments