এই ফাগুন কি আমার?
যখন বার্ধক্যের বয়স আনুমানিক পঁচিশ হলোতখন কোন ফুলের মালা চুলে বাহারী সুঘ্রাণ আমি বুক ভরে দম নিবো,
অথচ কোথাই কি হলো কি হয়ে যাচ্ছে চারেপাশে
চোখ কান আমার কে বাজেয়াপ্ত করলো
কে দাস হিসেবে গড়ে তুললো আমি কি তাকে চিনি?
-হ্যা চিনি। কখনো কখনো আমি তার বাপ বলে দাবি করে বসি নিজে নিজে, আমার স্পর্ধা ভীষণ গোলাম বলেই আজ চিনি নিজের কর্ম এবং কর্মফল কে, এগুলো বলতে হয়।
যা দেখি যা শুনি এবং যার মধ্যে আমরা বেরে উঠি
সে তো আমাদের কাছে নগ্ন, তার সর্বস্ব খুলে দেখি
তাকে আমরা হাজির করি শরীরের মধ্যে যখন তখন।
আমাদের সাহস দেখে যে কোনো প্রাতিষ্ঠানিক এজেন্ট ভয় পেয়ে যাবে, কথা শুনে কাঁপবে তার গলা।
আমরা ভীষণ দুঃসাহসী, পুড়া হার শশ্মান থেকে হাতে উঠাই তার পর বৈজ্ঞানিক ব্যবচ্ছেদ ঘটাই।
আমাদের ইতিহাস হবে প্রতিনিয়ত ভাঙবার —
১৩/০২/২০২০
রাত-০৮ঃ৫২, ঘরের কোণে। ফাগুন।
0 Comments