ফাগুন এনেছি আজ
আমার সাজানো আলো অন্ধকারতুমি আগুনের ফুলকির মতো এসে ছিলে আমাকে দাহ্যপদার্থ ভেবে জ্বালিয়ে গেলে
গোলাপের রঙ আগুন
তুমি জ্বালিয়ে যাও আমি অপেক্ষা করবো আরো অগণিত রাত অগণিত প্রহর মুহূর্ত খসে পরবে পঁচা ফল, তার মগডাল অপডাল কোথায় কি রঙ কি ক্ষত কি জীবাণুর আক্রমণ আমি জানি নি ইচ্ছেও ছিলো না
তবুও বলতে হয় হে কবি জীবনে আর কয়টি ফাগুন আসবে আগুনের ফুলকির মতো দাহ্যপদার্থের দিকে
অসম্ভব রূপে ধেয়ে উজার করে।
এতো নূন্য ভাবি না নিজেকে, ঘসা খেলেই জ্বেলে উঠি দাবানলে।
১৩/০২/২০২১
রাত-১১ঃ১৩, ঘরের কোণে। ফাগুন।
0 Comments