এ আমাদের মুক্তির গান

ইবতেদায়ী বন্ধু কলেজ না শেষ করেই লটারিতে ঢুকে দক্ষিণ কোরিয়াই, ফিরেছে কদিন হলো।
সে বন্ধু নয় যে বুঝে না সে শেষ
আমি শেষ হলাম তারা নেই, আমার দেখা হয়ে যাবে রাস্তায় বাজারে যেকোনো দোকানে যেকোনোর থেকে আরো বেশি পছন্দের শশ্মান ঘাটে তুমি এসে যাও দূরত্ব বেরে যায়—
এ পাড়ে ও পাড়ে দুইজন, মাঝদিয়ে ডারা থোকা থোকা জঙ্গল, থোকা থোকা ফুল, থোকা থোকা ফল, থোকা থোকা ড্রাস্টবিনে মানুষের শরীরে দেখা যায়।
এরা বুঝে যেটুকু বুঝে সেটুকু আমাদের থেকেও আরো ভালো ভাবে করে।
আমরা হেরে যায় হেরে যায় কোথাও কোনো এক গলিতে লুকোচুরি খেলে
আমাদের শৈশব টা এরকম
দুর্ধর্ষ গেরিলা যারা আত্মরক্ষার তাগিদে মাটি খুরে
আরো ভিতরে তার বুকের ভিতর যে অকুন্ঠিটা।
আমরা নিরদ্বিধায় বাঁচি তাদের মতো নিজেকে অপরাধী ভাবা হয়নি কখনো।
তাদের দাসত্ব দেখায়নি পুরো টা
তারা আমার বন্ধু বুকের ভিতর গাথা প্রতিটি শব্দ আমার, আমার নিজের মনে হয়।
যদি কামলাও হয় তার বুকের ভিতর গাথা একটি শব্দও আমার, আমার নিজের মনে হয়।
একজন সিভিলাইজার কিভাবে কথা বলবে তা আমার থেকে শিক্ষে যাবে—
আমাদের বন্ধুত্ব তবুও নির্ভেজাল যেনো বারবার দেখা হয়ে যাবে যেখানে সেখানে।
কথা হবে একটি দুটো, নয় কোনো ইতস্তত।
আমাদের বন্ধুদের বুক সুবিশাল সেখানেই ঘর সেখানেই পাড়া সেই দোকান ঘাট রাস্তা মোড়
আরো স্বপ্ন আরো ব্যানিজ্য আরো প্রযুক্তি টেকনিকাল কতো ইসু আমাদের মধ্য আছে সে সবাই জানে।
বন্ধু হক অনন্য, এ আমাদের মুক্তির গান।



১৪/০২/২০২১
রাত-০৮ঃ৪৭, ঘরের কোণে।ফাগুন।

Post a Comment

0 Comments