আমি উন্মাদ যাই করি যেনো সবাই দেখে অবাক হই
আমি যখন স্থির হয় তখন কোথায় কিরকম দেখার ইচ্ছায় দেখি উদ্ভুত এক জীবন্ত ছবি।
আমার দিকে হাবার মতো তাকায় চেয়ে দেখি আর ভিতরে হু হু করে উঠে যায় হাসি
যেনো কোদালে ধার করছি, এটা কি ধার দেবার সময় এই ভেবেই সবাই অবাক হয়
আমার প্রস্তুতি যেনো তলোয়ারের মতো ধারালো হয়
আমি কাটতে পারি মাটি আমি কাটতে পারি তোমার ওই নরম বুক গভীর করে মাটির মতো খুরতে পারি
আমার বুকে এখন ঝড় হু হু করছে
এলোমেলো কাজ এলোমেলো হাত এলোমেলো পা
এতো গুলো কাজ দু'হাতে কিভাবে সামলায় বলো তো
কাজ ঠিকঠাক হচ্ছে না সাজাতে পারছি না শব্দের মতন।
আত্মসমর্পণ করলেও অস্থিরতা সে তো থেকেই যায়।
আমি মানুষ খুবই সাধারণ শ্রেনিহীন আমার সমাজ
আমার সার্কেল আমার বুন্ধ ...