স্বপ্নে দেখবো সেই জোড়াজোড়িতে চোখে ঘুম আসে না।
লেখার জোড়াজোড়িতে ভাবনারপ্রথমতো না পাওয়ার জায়গা জুড়ে অগণিত মাথার সমাগম, তারা আমার মতন'ই একেক জন মহাধীরাজ
এখন আগাছা কেটে বুকে হয়না আর হাল চাষ আমার কাজ কমে এসেছে নিজের বানানো কাজেই বেঁচে আছি বলতে পারি
আর চাহিদার সীমা বিসতৃত, বাড়ছে প্রতি মুহূর্ত
আমি জ্বলছি, আগুন তাদের খাদ্য।
আমার আছে কি যার কথা বলবো
এই রাত এতো গাঢ়, এতো নিরব
এতো বিষাদের তুশ দু'চোখে পানি আসে অসীম সাগরের নীল নুনা আচরণ
এইসব জোড়াজোড়ি করে হয় না
যেমন পাশে কাউকে পাওয়া যায় না
শুধুই বিছানা ফাকা ধূ ধূ পড়ে রয়।
০৫/০৩/২০২১
রাত-১০ঃ২৬, ঘরের কোণে।একলা কালো।
0 Comments