একের পর এক সিগারেট ফুরিয়ে যাচ্ছে কতো সহজেই, অথচ একের পর এক রাত একের পর এক দিন ফুরায় না, যেনো ফিরে ফিরে আসে।
ডেকে ডেকে আসে সিগারেট নতুন নতুন সব
তবু্ও কখনো কখনো ফুরিয়ে যায় সিগারেট ফাকা হয় প্যাকেট,
সেই দিন; সেই দিন কি হয় তা মনে থাকবে কি করে আজ যে সিগারেট তাও তো ফুরিয়ে যায় ছায় থেকে জীবিত কেনো হয় না?
সিগারেট ফুরিয়ে গেলো অথচ প্যাকেট ফাকা নই
ফেলে দেবো যেনো শেষ হয় না অংশ
আবার ঠোঁটে চেপে টান মেরে যায়
আবার ধুয়া ছাড়ি
আবার টান মারি
আবার ধুয়া ছাড়ি
আবার, আবার
এবার ফেলে দিয় আটকে যায়; টুকা মারি মাটিতে পরে যায়।
আস্ত সিগারেট ফুরিয়ে গেলো মায়া হয়
অথচ এই রাত; এই রাতের কোনো মায়া নেই কোনো প্রেম নেই কোনো প্রীতি নেই
কেনো ফুরায় না এক একটি রাত এক একটি দিন আস্ত সিগারেট মতন


২১/০২/২০২১
রাত-১১ঃ০৮, ঘরের কোণে।ফাগুন।