তুমি এতো টা কাছে আসবে আমি ভাবতেও পারিনি
যখন নিজেকে দেখি তখন মনে হয় কোথাই, কোথাও চুমু দেবো তোমার।
তোমাকে তবু্ও পাই না কোথাও
নিজেকে পাই শশ্মনারে ঘরে রাখা খাট—
এই রকম জীবন জ্বলে উঠে ছাই হওয়ার আগেই ক্ষত-বিক্ষত এক একটি রাত আমার কাটে
আমাদের পাপ আমাদের সব থেকে বড়ো বুঝা অস্থিরতা প্রতিবন্ধকতা অপরিসমাপ্তি ঘটনা বিরাজমান
আমরা নিস্তব্ধ নিথর আমরা জীবনের এক একটি কালো রাত
প্রতিদিন শেষ হয় আসে রাত এভাবে হেটে হেটে হাপিয়ে হাপিয়ে হাড়গোড় ব্যথা ধরার মতন
আমরা পরিশ্রমী কেউ যদি তা অস্বীকার করে সাথে সাথে চেতে উঠি নয়তোবা ছোট্ট ইঁদুরের মতো ভাড়াক্রান্ত পায়ে হেটে চলি —
আমাদের শ্রমই একমাত্র অবলম্বন এবং সব থেকে দামি সর্ব ক্ষেত্রে নিজেকে বড়ো কামলা ভাবি
শিখতে শিখাতে সর্ব অবস্থায়।
আমরা কামলা কবিতার আবাদ করি।


২১/০২/২০২১
রাত-১০ঃ৪৮, ঘরের কোণে।ফাগুন।