আমি প্রতিদিনই কাজের চাপে সকাল সকাল উঠতে চাই, অথচ উঠতে পারি না সকালটা এতো অশুভ হয়ে উঠে।
আসলে কি বলবো আমি পারি না।
তাই দিনের প্রথম কথা আমার ভীষণ উগ্র কর্কশ ভাষায় হয়ে যায় শব্দ, যদি দিনটাও তেমনই তবু্ও কাজের মধ্যে সময় টা যে কিভাবে চলে যায়আমার কাছে তা সব সময় খুব দ্রুত, দ্রুত কেটে যায়।
কালকে সকাল সকাল উঠতে হবে দশকাঠা মাটি আলগা করে দিতে হবে, মাথা কালকে দিনের মধ্যে
তাই কাজ কিছুটা সাব্বির কে দিয়ে দিই
আমি এখনো পুরোপুরি হালকা নয়
রায়হানের সাথে কথা বলতে হবে সকাল সাড়ে দশটায় আমার গাড়ি চাই সরিষা বেঁচতে হাটে যেতে হবে।
তারপর আমি দীর্ঘ শ্বাস ছেরে জমির দিকে যাবো
আমি স্বাধীন একজন নারীর মতো আমি তার সাথে আলিঙ্গন করবো
তার যোনিকে রোগমুক্ত করবো পরিশুদ্ধ করবো
তার পেট থেকে আমরা মতো মরিচ, খুড়া
যখন যে রকম ইচ্ছে পেট থেকে ছিড়ে ফেলবো
বাজারে নিবো বিক্রি করব অবশ্যই যেনো তা হয় চড়া মূল্য
যখন শ্রম আর মজুরির তফাত হয় আকাশ পাতাল
তখন চড়া মূল্যই বুঝে নেবার সময়।
আমরা চাষি আমরা একাধারে মানুষ থেকে মাটি
সব কিছু, সব কিছু চষে-চুষে বেড়াই।
২০/০২/২০২১
রাত-০৯ঃ১৯, ঘরের কোণে।ফাগুন।
0 Comments