আমরা আজীবন থেকে যাবো স্বাধীন

সম্পর্ক গুলো বেশ জটিল করে ফেলছি
আমি আমরা চেয়েছি বলে।
অধিকার দাবি করার অভ্যাস আমার পূর্ব পুরুষের ছিলো না এটা আমার মধ্যে দেখে আর তারা ভাবে এই অনধিকার চর্চা সে কিভাবে করে।
তারা ভাবুক ভাবতে শিখুক
এইতো কি না কি হয়ে বলে চলে গেলো কে তাকে মনে রাখে আকরে ধরে নিজের কাজ যে অন্যরকম তা সবাই বলে
সেখানে খাটুনি বড়ো কথা নয় বড়ো কথা বড়ো মূল্য।
আমরা হার হাভাতে নয় আমরা হাবলা-খাবলা নই।
আমরা শিল্পী আমরা সাহিত্যিক আমরা কবি আমরা দার্শনিক আমরা এই মহাবিশ্বের বিজ্ঞান যেটা মানবিক,
আমাদের অভাব আমাদের প্রয়োজন দু'টোই সমান সমান।
আমরা বেঁচে থেকেও মরা আবার মরার স্বর্গে আমরাই শুধু জাগা।
আমরা অনেক কিছু পারি অনধিকার থেকে অধিকার আমরা আজীবন থেকে যাবো স্বাধীন।

২০/০২/২০২১
রাত-০৮ঃ৫৪, ঘরের কোণে।ফাগুন।

Post a Comment

0 Comments