ব্যারিকেড ভাঙে মগজের গোড়ায় গোড়ায়

মারজুক রাসেল এবং ইমতিয়াজ মাহমুদ গতকাল সন্ধ্যায় অদ্ভূত ভাবে তাদের খুঁজে পাই
সেটা না হয় নাই বললাম
সেই থেকে এখনো আমার কাছেই আছে
আমি দুপুরের খাবারে ফাঁকে কিছু কথা বললাম তারপর সন্ধ্যা থেকে দশটা পর্যন্ত ইমতিয়াজ মাহমুদ আর আমি কিছু কথা বললাম
সৃতির বয়স কমে যাচ্ছে, এখন বার্ধক্যের বয়স পঁচিশ।
ওনার লেখা সবাই পড়তে পারবে আমার বিশ্বাস।
তবে এভাবে কথা বলার সাহস কখনো ছিলো না কো
দুইজন আধুনিক লেখক পাশে রেখে এভাবে জাহির করার মতো বিক্ষুব্ধতা।
আমি ছিলাম না এরকম কেমন জানি হয়ে যাচ্ছে সব
স্বাধীনতার ভৌগলিক মানচিত্র করে ফেললাম নিজের বলে যা, আমার।
স্বাধীনতার সাদ সুষম দুই ভাগ আলাদা মজুরির ন্যায্যতা একরকম কর্মক্ষমতা আর অন্যরকম কর্মক্ষেত্র। যেনো এক স্ব-সৃষ্ট আর্ট, আর কি লাগে মানুষের বেঁচে থাকার জন্য।
আমি অবাক হয় যখন ভাবি পরাধীনতা, গোলামী যখন দেখি এইসব ছবি
তারা পেশায় ছোট শ্রেণীগত অবস্থা নিম্ন
তারা স্বাধীনতার অর্থ খুজে পাই ছোট
আমি এখানে উন্নত আমার স্বাধীনতার সীমা প্রতি মুহূর্ত ব্যারিকেড ভাঙে মগজের গোড়ায় গোড়ায়।


১৬/০২/২০২১
রাত-১০ঃ৪৪, ঘরের কোণে।ফাগুন।

Post a Comment

0 Comments