ডিজিটাল স্ক্রিনে দিখিনা কারো মুখ অভিমানে বলে যেতে হয় শুধু আমার মুখ ছাড়া নেই সেখানে আর কোনো কিছু।
আমি ভুলে যায় ভুলে যেতেই বেশি ইচ্ছে করে
কতোটা অতীত এতোটা অন্ধকার হলে আমরা থেকে যায় এ চোখ খুঁজে নাকো তাকে।
অন্ধকারের ভিতর ভেসে উঠা দেহ
আমি মানুষের মতো বুকে চেপে নিয়ে আসি না নিজের অনুকূলে আমি ভাবিই না কিছু
তোমাকে ভাবতে ভাবতে আমার কাজ সব নষ্ট হয়েছে
দিনদিন কিভাবে নষ্ট হচ্ছে আমার এক একটি মুহূর্ত
তাকে ভাবতে কার ইচ্ছে হয়
কোনো কবি যদি এভাবে লিখে যায় তার সমাজ, বিত্ত
তাকে কতো টা শেষ করতে চাই তারই চিহ্ন জীবনের অসহ্য শ্বাস/আক্রান্ত কবি স্বং।


২২/০২/২০২১
রাত-১০ঃ৫০, ঘরের কোণে।ফাগুন।