জন্মের সময় মা মরা ছেলে
সংবাদ পাওয়ার পর থেকে তাকে কাছে চেয়েছি খুঁজতে শিখেছি বিস্মিত আলোক দণ্ডেতাকে পেয়েছি শৈশবে ভাঙা কৈশোরে ভাঙা পেয়েছি জ্বলন্ত উদগীরিত যৌবনে।
আমার প্রথম আলোক বর্তিকা দিলাম তোমার হাতে
যানি তুমি ব্যর্থ হবে না জীবনের তরে
তুমি মুক্ত তুমি স্বাধীন
তুমি উরে যাওয়া পাখি পালকের বাতাসে ছুয়ে যাওয়া
মানুষ কে আরো কাছে এসো মানুষের
মানুষের কাছে থেকে মানুষ কে
বিস্মিত করো তাদের দেখতে শিখাও।
আমি তোমাদের খুজেছি ঝোপেঝাড়ে অলিতে গলিতে
পরে ছিলে অবহেলায় ধুলাবালি লাপ্টায়ে।
আমি তোমাদের কুড়িয়ে আনিনি
খুঁজে নিয়েছি কবির জীবনে
কবিতার বাড়িতে কবিতার ঘরেতে
কবিতার রাস্তায় রাস্তায় তোমাদের যা দেখিয়েছি আমার গুরুরা যেখানে এসে বেধে যায়
আমি সেখান থেকে শুরু করেছি আমার কোনো বাধা নাই।
আমি মুক্ত আমি স্বাধীন
আমি কারো গোলাম নয়, যারা নিজেকে গোলাম ভাবে আমি তাদের প্রভু নয়।
আমি স্বাধীনতার সীমানা দেখি
আমি স্বাধীনতার সীমানা ভাঙি
আমি স্বাধীনতার সীমানা বাড়িয়ে নেয় রোজ রোজ এভাবেই।
আমি স্বাধীনতার সীমারেখা নির্ধারক।
০৯/০২/২০২১
রাত-১১ঃ০৭, ঘরের কোণে।শীত।
0 Comments