নিজেকে নিয়ে ভাবতেই পারছিনা বেশি কিছু
তোমার স্ব শরীরি আগমনে আমার ঘরে বসন্তের আয়োজন হোক খুব ঘটা করে
যেনো বসন্তের সব ফুলের সুবাস ভরে থাকে আমার ঘরে।
আমি এখন পাপী ভীষণ তোমাকে খুন করে নিয়ে আসি কাছে, তোমার শরীর নির্জীব যেনো প্রাণ নেয় কাম নেই নিঃকাম এক কালি মূর্তি।
আমার অনেক বিস্ময় তুমি জানো না নিশ্চয়
আমি কতোবার ডুবে যাবার ভয়ে প্রত্যাখ্যান করেছে তোমার অমন শরীর- যা ছুয়া যায় না স্পর্শ করা যায় না
যেনো ছায়া মায়ার মতো তুমি
আমি হারিয়ে যাবার ভয়ে উঠে পরি টুপ করে তারাতাড়ি
আবারো সেই হারিয়ে যাবার আতংক তোমারে আমি খুঁজে ফিরি চারে পাশে।
কতো কথা আছে জমে আগে শোনো
আমি কে? তুমি কি আজ প্রকাশ হয়ে যাবে? আমাদের প্রথম বাসরে।
আমি বারবার ডুব দিবো হারিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করবো।
বারবার তুমি আমায় ডেডলাইন থেকে উদ্ধার করবে।
আমি তখন তোমাকে বিশ্বাস করবো, কতো কথা যে বলবো!
আমি তোমাকে খুলবো উলটেপালটে তোমাকে দেখবো
তোমার অন্ধকার বর্ণের লাইনে লাইনে।
এবার আমাকে তুমি উদ্ধার করে
এ আমার প্রকাশিত সংকেত।


০৯/০২/২০২১
রাত-১০ঃ২৫, ঘরের কোণে। শীত।