অফিস থেকে সন্ধ্যায় ফিরি ক্যাম্পাসে
সোহরাওয়ার্দীর পুকুর ঘাটে সোজা গিয়ে উঠিপরিচিত-অপরিচিত চেয়ে নিয় অন্ন
প্রসাদের মতো ভক্ষণ করি
ধোঁয়া খাই
হয়ে যাই সিগারেটের মতো
গেয়ে উঠি- যদি হিমালয় হয়ে দুঃখ আসে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে আজ,,,
এরকম একা গেয়ে যায়
আমি কাউকে পরোয়া করি না
আমি গেয়ে যায় আমার মতো
জানতেও পারবে না কেউ তা।।
কবিতার মধ্যে ঢুকে গেলো গায়ক সে
খালিদ এতোটুকুই জানি
আরো যানি তার দুটি গান সুন্দর।
পরের গান টা মনে পরছে না।
তবে আমি সুন্দর আমার হাসি সুন্দর আমার কথা সুন্দর আমি এখন বলতে পারি আমাকে বলতে দাও বলেছিলো কালপুরুষ নামের ওই কবি।
জীবনটা অনেক সুন্দর অনেক দামি মূল্যবান জিনিস
আমি সর্বোচ্চ মূল্যায়ন দিয়ে থাকি
তাই আজ আমার ভক্ত আছে,
হয়, বিশেষণের সংখ্যা বাড়ছে।
আমি যা বলি তা আজকের কথা নয়
আগের কথা বলবো বলবো বলে বলা হয়নি
সেই সবের ক্ষুদ্র বিনাশ আকারে থাকলো।
সুন্দর এ পৃথিবীতে যেনো সুখের চাষ হয়।
১০/০২/২০২১
রাত-০৯ঃ৪৮, ঘরের কোণে। শীত।
0 Comments