শুধু মুখ ভেঙচিয়ে খেপিয়ে দ্যায়

আজকে যেনো কি হয়ে গেলো
কতো অনুভূতি জাগলো
নতুন একদম নতুন আমি ভাবি ভালো লাগা পাই
কতো যে অনুভূতি আজ রাত ফুরানোর আগেই ফুরিয়ে যায় যেনো ক্লান্ত।
যতোদিন অনুভূতি জাগবে ততোদিনই আমি লিখবো
তুমি থাকলে আমার দিস্তাই দিস্তাই পাতা এভাবে আর নষ্ট হতো না উইয়পুকাও আর লাগতো না ওই টসটসে গালে।
এখন কতো বিশ্রী মনোভাব তুমি জানো
জানবেই বা কি করে আর
কি বলে সম্বধন করবে আমায়
আমি কি বলবো তোমায় যা বলবে ঠোঁট দু'টো তুলে রেখো তোমার সখের বাক্সে।
হারিয়ে ফেলি হারিয়ে ফেলি বারবার এচোখের নাগাল।
ধ্বংস হয় অভাব ক্ষুধা নিয়ে বিদ্রোহ করে আপন শরীরে, এই দাগ কোনো কল্মঙ্কের নয় তাই তোমার ইচ্ছাই আজ পূর্ণ হয়।
আমার ইচ্ছারা আজ বুন্ধা তাদের যোনিতে বিভ্রাট দেখা দিছে।
তারা আর প্রসব করে না
তারা আর কাতরায় না
তারা আর ডাকে না ইশারাও করে না
শুধু মুখ ভেঙচিয়ে খেপিয়ে দ্যায়।


১২/০২/২০২১
রাত-১২ঃ৪৩, ঘরের কোণে।শীত।

Post a Comment

0 Comments