বিরোধিতা

যেমন মানুষ এবং ভাব দেখতে এক নয়
তেমনি হাসি আর উচ্চারণ এক নয়
যদি কখনো নিজেকে চিনতে ব্যর্থ হও আত্মহত্যার পথ বেঁচে নাও
একবার হলেও নিরদ্বিধায় আমার কাছে এসো
আমি তোমাকে চিনিয়ে দিবো তোমার যতো বাধন
আমি খুলে দিবো বিশ্বাসে যদি শ্বাস নাও আমাকে তুমি পাবে তোমার পাশে, যেভাবে দেখতে শিখবে আয়নায় নিজেকে
ঠিক সে ভাবেই তুমি পাবে আমায় তোমার ইচ্ছার পূর্বাভাসে তোমার প্রতি এ আমার বিশ্বাস।
যেভাবে লোহার ফালে ফালাফালা করি তোমার বুক
যতোসব আঘাত বিছানায় এসে হিসেব করি আমার শরীর মজ্জা ছিড়ে ব্যবচ্ছেদ রঙ।
হাসি শাস্তিকে অবজ্ঞা করে বারবার হাসির ভাব করি
তোমার দিকে যে চোখ আমার নয়
নষ্ট চোখে দেখি তোমায়
কাছে টানি, আরো কাছে গহীনে আমাদের শৈশবের বাস ঝার আছে আমরা নিরাপদ আমাদের ব্যাকাপ আছে যথেষ্ট, আমরা সব ধরণের বাধ্যবাধকতা যথেচ্ছায় করতে পারি অমান্য, এটা আমাদের সভাব সহজ সরল গ্রাম্য প্রকৃতি, বিরোধিতা।


১৩/০২/২০২১
রাত-০৯ঃ৪২, ঘরের কোণে।ফাগুন।

Post a Comment

0 Comments