আকাশের গতি মেঘের হিম বরফ টোকরা গায়ে পরে আমি রেগে যায়
আমি মেঘ কে, বাতাস কে, আমি বরফের টোকরো কোণাদের ঝারি দিয়ে বললাম, কার বাল ফালাতে আজ এই ভরদুপুর তোমাদের আগমনকার বাল ছেড়া গেলো আমাকে বলো
বাল জাতীয় চুল কাটলাম
আমার বাল কিছু ছেড়া গেলো
মেঘের কাছে, বাতাসের কাছে, আমি ওই বরফ টুকরোর কাছে দূত পাঠালাম
পুনরায় যেনো আসে
বাল জাতীয় যতো চুল
কেটে নিয়ে যেতে।
—
ধ র ধ র করে গাম ঝাড়ানোর বিনিময়ে যাদের কে খাইতে শিখালাম
সেই শিকড় কি আমার কথা ভুলে যাবে
তাহলে এই পৃথিবী এই প্রকৃতি মিথ্যে হয়ে যাবে
তুমি আমি এখানে কেউ থাকবো না, কেউ না
আমাদের সুখের আমাদের দুখের বৈ-সাম্য
যেনো দূর হয় জীবন থেকে
আমরা ঈগল অথবা সুঙখ চিল
যখন উড়ি আকাশ টাকে নিজের মনে হয়।
১৩/০৩/২০২১
রাত-১১ঃ৪১, ঘরের কোণে। আগুন।
0 Comments