আমি খারাপ?
যে বলে- ইসরাফিল খারাপসে আমার সামনে আসুক চোখে চোখ রাখুক
আমার মুখের উপরে বলুক।
আমি মদ খাই, আমি মাতাল হয়
দায়িত্ব শীলতা আমাকে কে শিখাই!
দশ ধাপ দশমন ওজনের গাড়ি ঠেলে আনিতে পারবো না।
একটু এসে সামনের গাছের নিচে আশ্রয় গ্রহণ করি।
আমরা দাড়ায় আমরা ভাবি আমরা বলি হিসেবে কি কয়?
আমি সিদ্ধান্ত নিতে পারি তোমাকে জখমের
তুমি জানো তোমার অনুপস্থিতিতে আমরা মানুষ হয়েও কতোটা হিংস্র হয়,
কতোটা নির্মম আমাদের মোহ?
আমরা ভালো নয় সমাজে একথা এখনো চলমান আছে।
আমরা ঝড় আমাদের তা সাধারণ খবর।
আমরা হালচাষের সাথে আছি
আমরা দশধারা ঘাড়ে তুলি আইল দিয়ে জমিতে যায়
আমরা গান গাই আমরা ছবি তুলি
আমরা আঁকি আমরা কবিতা লিখি অভিনয় করি অনুভূতি আবেগ দিয়ে ফুটিয়ে তুলি জীবিনের ক্যানভাসে নানা রঙের দাগ উজ্জ্বল হয়ে থাকে মানুষের ভাষার বিধান-অভিধানে।
০৬/০২/২০২১
রাত-১২ঃ৫৭, ঘরের কোণে।শীত।
0 Comments