সুকান্ত এরকম একটা কবি আমি অবাক হচ্ছি
যে কিনা সিগারেট নিয়ে কবিতা লিখেছেসিগারেট না খেলে এরকম একটি কবিতা লিখা যায় না আমি জানি
এরকম অসম্ভব কে খুঁজে খুঁজে বের করা তাদের কে সম্ভব্য বলে চর্চা করা।
আমি অবাক হয় কতো সুন্দর মিলে যায়।
তার কলমে ঘুরে দেওয়া মোড়
দিয়াশলাই কাঠির মতো নিজেকে ভেবেছে
এবং সে জ্বালিয়েছে, তার কাজ হয়তো বা শেষ হবার পূর্বেই কাঠি নিভিয়ে যায়।
তার জ্বলে উঠার উচ্ছ্বাস খুসখুস করেছে বুকে।
আমি অবাক হয় সুকান্ত ভাট্টাচার্য কি লিখেছে এইসব
হয়তো বা সে সব জানতো, জানতো এখানে তার আয়ু কত।
আমরা সবে মাত্র দেখতে শিখেছি।
০৫/০২/২০২১
রাত-১১ঃ৩৯, ঘরের কোণে। শীত।
0 Comments