আমি এক মহামানব
যার নেই কোনো শেষ যেনো অফূরন্ত বালুচর।আমাদের ঘাম রক্তের দাম নেই তাদের কাছে কোনোই
আমরা যখন হীন হয় পৃথিবী তখন ছিটকে এসে মাথা নোয়ায় পায়ের উপর।
আমরা গুটি কয়েক মানুষ যাদের কে আমি বলি মহামানব।
এইসব অভিযোগ জীবনের গায়ে দঁড়ির মতো এটে বেধেছে গিট।
আমরা মহামানব আমাদের হাতেই মূল্যের সৃষ্টি
আমরা জ্ঞানী আমরা মহান।
আমরা কবি
আমরা গায়ক
আমরা বাদক
আমরা ঋষি
আমরা ভগগীত বিতান, তোমাদের মুখের হাসি।
আমি ক্লান্ত পথিক, বার্ধক্যের বয়স এখন পঁচিশ
আমরা উদ্ভ্রান্ত আমরাই পরিভ্রাযক নাবিক
আমরা পাগল আমরা উন্মাদ
আমরা প্রাচীন আমরা কালো
আমরা নীল আমরা আলো
আমরা থাকি দালানে মাটির ঘরই ভালো
তোমরা থাকো আসমানে আমরা তারই
০৫/০২/২০২১
রাত-১১ঃ০০, ঘরের কোণে। শীত।
0 Comments