মশারির ভেতর ঢুকতেও আমি বিরক্ত হই যেনো মশারির প্যার আমাকে বাধা দেয়
এতোটুকু বাধা আমার জীবনে কে উতরাই বলোএতোটুকু কথাই বা বলবো কাকে
যদি সে আমার সাথে না থাকে
এরকম অনেক সমস্যা একত্র হয়ে বিপক্ষে মেতেছে ভীষণ।
এইরকম দূর দিনে কে আমার পাশে থাকবে বলো
তুমি যে আমার স্বপ্নের ভিত্তি প্রতিষ্ঠা
বাঁকিটা গরবো আমার দু'জনে মিলে
যেরকম ইচ্ছে মন চাই দালানের উপর দালান
আমার থাকবে লাইব্রেরি তেমন।
শুধু তুমি আসলেই আমরা শুরু করতে পারি আমাদের স্বপ্নের পরিপাটি
আমরা পুরুষ আমরা শ্বাশত
তোমরা নারী তোমরা অশ্বাশত।
এটা আমাদের দৃষ্টিভঙ্গি
একমাত্র অস্বচ্ছ অরাজগ।
০৭/০২/২০২১
রাত-১০ঃ২৬, ঘরের কোণে। শীত।
0 Comments