এই অন্ধকার আর কতো দিন একা করে রাখবে
আর কতো দিন একা একা কাটাতে হবে জন্মের অভিষাপ।আর কতো আর কতো মুহূর্ত তোমার ভাবনা আমাকে অস্থির রাখবে!
আমি জানি না কিছুই
বাধা ছিলো যে দামড়া অখামারী ব্যবস্থাপনায়
লাকল বিহীন তাকে কি আটকাতে পেরেছিলো কেউ
সে ছেলেটি ছাড়া যাকে সবাই রবি কই
এলোমেলো সবকিছু যেনো ফাকা পরে রয়
কবিতা তার ভিতরের লাইনে থেমে যেতে চাই
এই মুহূর্ত যাদের কে বলে থাকি নাম তারাই বিখ্যাত হয় আমি পিছু পরে রয় বরাবরের মতো।
কাছে নিয়েছে অনেকেই, কাছে পেয়েছি অনেক কেই এর মধ্যে যাদের কে কাছে পাই নিয়ে আসা আশীর্বাদ ঢেলে দিই
আমার কাজ এটাই...
সবেমাত্র দেখতে শিখেছি তাই শুধু দিখিয়ে দিই।
আমি জানি না কিছুই
বাধা ছিলো যে দামড়া অখামারী ব্যবস্থাপনায়
লাকল বিহীন তাকে কি আটকাতে পেরেছিলো কেউ
সে ছেলেটি ছাড়া যাকে সবাই রবি কই
এলোমেলো সবকিছু যেনো ফাকা পরে রয়
কবিতা তার ভিতরের লাইনে থেমে যেতে চাই
এই মুহূর্ত যাদের কে বলে থাকি নাম তারাই বিখ্যাত হয় আমি পিছু পরে রয় বরাবরের মতো।
কাছে নিয়েছে অনেকেই, কাছে পেয়েছি অনেক কেই এর মধ্যে যাদের কে কাছে পাই নিয়ে আসা আশীর্বাদ ঢেলে দিই
আমার কাজ এটাই...
সবেমাত্র দেখতে শিখেছি তাই শুধু দিখিয়ে দিই।
১৬/০২/২০২১
রাত-১১ঃ ১৮, ঘরের কোণে।ফাগুন।
0 Comments