কতো অভাব আমার এখনো

যার জন্যে জীবনের খাতায় হিসেব কষে যাই
সে শুধু একটি সিগারেট যাকে জ্বালাবো বলেই এতো উদ্দীপন।
সিগারেট টা তাহলে জ্বালায় কিসের এতো অপেক্ষা?
... একটু পরেই এতো গান আগে কখনো শুনি নাই
এখন বাজছে শ্রীকান্ত আচার্য এক ঘন্টার ডিজাটাল অ্যালবাম বাঝছে গত কয়েক দিন ধরে শুধু বাঝছেই- মন আমার লজ্জা কি তোর... আর শ্রীকান্ত কখনো কখনো আমার গলাই গাচ্ছে দুই-চারটে গান
তবু্ও আমার অনেক অভাব
আমার একটা গিটার নাই মিউজিক্যাল কোনোই ইন্সট্রুমেন্ট নাই
গান করার যায়গা রীতিমতো ঘোষণা করা হয়ে গেছে
বরবরা ব্রিজ, ডাড়ার পার এবং ক্ষেতের মোটর ঘর
মাঝে মধ্যে কালভার্ট আমার ঘর এখানেও গাইবো বলে ভেবে রেখেছি
আমার কতো অভাব ভাবনা প্রতিনিয়ত কতো ক্ষুধার্ত
সে শুকনো ছাড়া এক ফুটা পানিও পাই না কোথাও।
কতো অভাব আমার এখনো!


১৬/০২/২০২১
রাত-১০ঃ২১, ঘরের কোণে। ফাগুন।

Post a Comment

0 Comments