আগে কখনো দেখিনাই, ফাগুনের প্রথম চাঁদ কেমন হয়?
সন্ধ্যার উষ্ণ বায়ু আমাকে বলে দেয় এখন ফাগুন
প্রথম চাঁদের লজ্জা হয়তো বা তোমার গায়ে
অস্ফুটো অম্বর যেনো শুধু উর্বর আমার সরিষা বাড়ি
আমার হাতের ডগায় নাচে, স্বাধীনতার মানচিত্র যেনো আমার কাজে কাজে ভেসে উঠে দেখতে বলে আমার স্বাধীনতার মানচিত্র।
আমার কাজের মুহূর্তে এরকম আরো কতো কি যে আসে যায়
সেই সব কি আর বলা যায়
আমরা চাষি আমাদের জমির মতো এক মস্তবড়ো পাতা আমাদের শুধু লেখার অভ্যাস টিই নাই।
আমি করি কাজ ফিট রাখি, ওয়ার্ক মাপ করি
তাই যতোক্ষণই কাজ করি
যদি নিজের মনে হয় সেই কাজ
সেটা কি রাত, কি দিন।
আমরা শুধু কাজে থাকতে চাই
সবসময় যেনো এই স্বরে গলা চলে।
১৭/০২/২০২১
রাত-০৭ঃ০৯, কার্লভাট।ফাগুন।
0 Comments