প্রত্যাশা কি?
আমার একধরনের লেখা ঈর্ষাই ভরপুর
সব সময় হয় না মাঝেমধ্যে আসে
কি তার প্রত্যাশা
সেই কুজকাওয়াজ তার কবিতায় টুইন্টি ফোর আয়ার্স লেফলাইট করে।
কি সেই কবির প্রত্যাশা তা আজকের থেকে
ফিরে পাবার ইচ্ছায় সে আবার আসবে
আমি সেই দিন প্রকাশ করবো সে
কবির সাজানো সকল প্রত্যাশা।


১৩/০২/২০২১
রাত-১১ঃ২৭, ঘরের কোণে।ফাগুন।