ভাবতে থাকলে একটা ভাবনা নয়,
এ্যাক থেকে শুরু করে কতো কি যে আসে তার আর শেষ মেলে না, তাই অল্প অল্প ভাবতে হবে বেশি বেশি লিখতে হবে।কই যেনো ছিলাম...
ও, আমার রিজিকে বিশ্বাস ছিলো না
আজকে সারাদিনই কাজ করলাম
সকাল দশটা কতো তে যে গেলাম জমিতে,
মাগরিবের মিনিট দুইতিনেক আগে ফ্রেস হলাম বাষী দুধ দিয়ে ভাত খেলাম
বিড়ি কিনে কার্লভাটের দিকে
এইতো কিছু ক্ষণ আগে আসলাম
ঘরে এসে কমলা পেলাম
অর্ধেক খোসা ছাড়িয়ে খেতে শুরু করলাম
শেষ কুয়াটাই ঠোঁট ভেবে চুশতে লাগলাম আর বলতেছি যদি কুমলার কুয়ার মতো একজোড়া ঠোঁট পেতাম একথা ভাবতে ভাবতে রস পেতে লাগলাম
কয়েকবার হাত দিয়ে ঠোঁট টি চোখের সামনে বের করে দেখলাম মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে আমি ভয় পেতে লাগলাম আমার কামনার কুমলা ওষ্ট
আমি ভয় পেতে লাগলাম যদি তোমার একজোড়া ঠোঁট এভাবে কুমলার কুয়ার মতো শুকিয়ে যেতে থাকে
আমি ভয় পেতে লাগলাম আমাকে সামলাও আমাকে ধরো দাঁড় করাও আমাকে শুয়াও তার বিছানার পাশে সোজা করে দাঁড়িয়ে রেখে এসো।
আমি তাকে দেখবো
তার সাথে আমার কিছু কথা আছে সেই গুলো গোপন
এই চলো ঘরে, পুকুর পাড়ে, রাস্তায় মাঠে এই চলো দাঁড়িয়ে আবার কি ভাবো আমি তোমাকে এক বারে খাবো না রেখে রেখে খাবো মরে যাওয়ার আগ পর্যন্ত।
কথা রাস্তার মতো বললেই বেরিয়ে আসে, না বললে থেমে যায়।
১৭/০২/২০২১
রাত-০৭ঃ৪৩, ঘরের কোণে।ফাগুন।
0 Comments