লেখা থেমে যায়, যখনই অবিশ্বাস বাড়ে আপনার হৃত পিণ্ড ক্লান্ত হয়।
এভাবে যখনতখন লেখা থেমে গেলে ধ্বংস হই আমি নিজেই নিজেকে ক্ষুধার তারনাই খুবলে খুবলে খাই।আমাদের মতো কামলা শ্রেণীর মানুষের কতো অভাব এই সব কি বলি? এই সবই কি আজকের কথা?
যদি তা না হয় তাহলে আমি কেনো বলছি এইসব বালছাল আগাগোড়া মাতাল এই বিশুদ্ধ জল
তবে কি তৃষ্ণার ফল জল হিসেবে যাকে গ্রহণ করে তার প্রাপ্য গ্রাহক, নিজে সে দাবি করে
তোমার কাতর দেহ সংস্কারে আমার একটি আঁচড় হলেও যেনো থাকে।
হে কাতরানি যোনি ঠোঁট তুমি রাষ্ট্র নামের অনেক প্রতিষ্ঠানেরই উৎপাদক
সে কতোটুকু চেনে তার নিজের লিঙ্গ শরীর গতর সঙ্গমে সে কতোটুকু পারদর্শী
আমি কিভাবে জানবো তার শরীরের কথা
তার শরীরে যদি রোজ যাতায়াত থাকতো আমার যেমন- দিনে তিন বেলা আনুষাঙ্গিক কাজে যদি তার ভিতরেই চলতো তবুও চেনা যেতো,
—
খুঁজে খুঁজে নিঃস্পাপ ভাঁজে আঁচড় কেটে যাবো তোমার।
১৩/০২/২০২১
রাত-০৯ঃ১৭, ঘরের কোণে।ফাগুন।
0 Comments