বুক জুড়ে হাহাকার আমি কি নিয়ে বাঁচবো
আমার অনুভূতি এতো মলিনঅন্ধ লোকেরা কিভাবে কুরে কুরে খালো?
আমি মরে যায় মরে যাবার উপযুক্ত সময় এলো
তাকে ফেলে দেবার মতো নয়
নিজেকে নিঃস্ব মনে হয়
কিচ্ছু নেই আমার পনেরোশ মরিজ গাছ, শসা, গাজর, কিছু মিষ্টি কোমর, কিছু করোলা
ধান, ঘাস, পাতা মাখা শিশিরের পা ভেজা সকাল
আমি বড়ো ক্লান্ত হয় হীন হয় পৃথিবীর কাছে
মানুষ গুলো আমাকে হেও করে, প্রতি উত্তর নেই কোনো; শুধু মাত্র এদুটো চোখ।
আমি ক্লান্ত অবিশ্রান্ত এমন জানি না কি চাই এখন তোমাকে নাকি অন্য কিছু।
তোমার অবর্তমানে আমি ঘোড় পাগল হয়ে যায়, সবাই বলা বলি করতে থাকে আমায় নিয়ে।
রাতের গোপন আলোয় তাদের দেখা যায় না শুনা যায় বার্তাবাহক শিশু মন।
শিশু বুঝে আমায়, গোয়ালের গরু দেখা হয় যা কয় শুনি, আমার কথাও শুনে গোয়াল ঘর।
তাদের সাথে মাঝেমধ্যে দেখা হয় গোয়াল ঘরে গরু মন
বোপন করা বীজ এইমাত্র মুখ খুলেছে, দুটি পাতা সবুজ হয়ে বেরিয়েছে সেজেগুজে
আমার কথা হয় এই রাতের স্তব্ধতার সাথে
আমাকে প্ররোচিত করে
আমাকে নারীর যোনি মুখ খুলে আবার ঢুকে যাওয়ার ইচ্ছে করে ভিতরের অন্ধকারে।
এ পৃথিবী আজ আমার নয়, ভুওয়া মৌলবি প্রতিষ্ঠান এই তার ট্রাডিশন।
আমাদের অভাব -ছোট্ট মুখ যে দিন পৃথিবীতে আসে
হেসে হেসে অভাব এসে আদর করে মরণের শেষে
পৃথিবী আজ তাদের জন্য যারা প্রাতিষ্ঠানিক পূণ্যের স্বীকৃতি প্রাপ্ত এজেন্ট
সময় আজ তাদের, আমি মানি না এই ভুওয়া বিশ্লেষণ!!!
শিশু বুঝে আমায়, গোয়ালের গরু দেখা হয় যা কয় শুনি, আমার কথাও শুনে গোয়াল ঘর।
তাদের সাথে মাঝেমধ্যে দেখা হয় গোয়াল ঘরে গরু মন
বোপন করা বীজ এইমাত্র মুখ খুলেছে, দুটি পাতা সবুজ হয়ে বেরিয়েছে সেজেগুজে
আমার কথা হয় এই রাতের স্তব্ধতার সাথে
আমাকে প্ররোচিত করে
আমাকে নারীর যোনি মুখ খুলে আবার ঢুকে যাওয়ার ইচ্ছে করে ভিতরের অন্ধকারে।
এ পৃথিবী আজ আমার নয়, ভুওয়া মৌলবি প্রতিষ্ঠান এই তার ট্রাডিশন।
আমাদের অভাব -ছোট্ট মুখ যে দিন পৃথিবীতে আসে
হেসে হেসে অভাব এসে আদর করে মরণের শেষে
পৃথিবী আজ তাদের জন্য যারা প্রাতিষ্ঠানিক পূণ্যের স্বীকৃতি প্রাপ্ত এজেন্ট
সময় আজ তাদের, আমি মানি না এই ভুওয়া বিশ্লেষণ!!!
০৭/০৩/২০২১
রাত-১১ঃ২০, ঘরের কোণে। একলা রাত।
0 Comments