পাগলামু ছিলো পৃথিবীতে বোধ নিয়ে আসার পর

পাগলামু ছিলো পৃথিবীতে বোধ নিয়ে আসার পর
প্রথম পাগলা হয়েছিলাম ভাইকিংস দেখে
দ্বিতীয় হুমায়ুন আজাদের নিষিদ্ধ-বিশুদ্ধ বই পড়ে।
এর পর শুরু কতোবার নতুন করে পাগল হয়েছি
পাগলামুই আমার স্বভাব-ধর্ম।
এভাবে এগুতে পারি নি সমাজের চোখে
তাদের ঘৃণার স্বাদ এখনো আমার বুকে শুধু দাউদাউ জ্বলে।
আগুনেরই কি'বা স্বাদ আমাকে পুষে কুলে করে!
আমার চোখে আজ অসভ্য অনাধুনিক রমণীর আবেস।
আমার সাগরে গায় ভাসে
যার কোমর থেকে স্তন যার মধ্যে আগুন পুষে মানুষে!
কবিদের বুক আজ বড়ো ফাকা রাতের মতো গাঢ় ধূ-ধূ করে।
বড়ো সাধ জাগে আজ তোমাকে বলবো
রাতের পর রাত জেগে থাকবো কথোপকথন আর সঙ্গমে।


১০/০৩/২০২১
রাত-১০ঃ৪৮, ঘরের কোণে। আগুন।

Post a Comment

0 Comments