বিপ্লবের গান

উঠে আসলাম নিকটিনের ঝ্যাযে চেয়ার থেকে
বিছানায় বালিসে গা মাথা মগজ এলিয়ে দিলাম।
বামপাশটা ফাকা, আমি ডান পাশেই শুই দাগ হয়ে গেছে শরীরে খুব বেশি বড়ো না হালকা শরীর এই চুয়ান্ন থেকে আটান্নর মধ্যে
ফাঁকা টুকু নিয়ে ভাবলে আমি বিষাদে ডুবে যায় উঠতে পারি না।
পরে থাকে গত হয়ে যায় অনেক রাত অনেক মুহূর্ত বীষের ঘর, বীষে অন্ন বাসুন-কুসন সব ভরে থাকে।
আমি একা একলা রাতে তোমাকে নিয়ে ভাবতে ভয় পাই, তুমি কি আমাকে ভাবতে ভয় পাও একা একলা রাতে?
এই রাত থাকবে না একেরপর এক আসবে যাবে অবহেলায় অনাদরে।
দিনের থেকে রাত তোমার কাছে গাঢ় হবে
ভাববে সারা দিনের পাপ মোচন শেষে
রাতটা হয় স্বর্গ যাপন
সব কিছু হাত বাড়ালেই পাবে, পাবে আমার ভিতর তোমাকে, তোমার ভিতর আমাকে।
আমাদের সন্তান রা বিপ্লবের অঙ্গিকারে উৎসর্গ করবে উল্লাসে স্লোগান তুলবে গ্রামের গলিতে মিছিল মোড়ের দোকানে ভাষণের মঞ্চ হবে।
থাকবে বিশ্ববিদ্যালয়ে, সংবাদ সংস্থায় থাকবে দেশ সীমান্ত আনাচে কানাচে।


১২/০৩/২০২১
রাত-১২ঃ০৮, ঘরের কোণে। আগুন এবং ঝর্ণা।











Post a Comment

0 Comments