এই রাত থাকবে না একেরপর এক আসবে যাবে অবহেলায় অনাদর

আমার ঘোরের কোণে আগুন এবং ঝর্ণা কে গড়ে নিয়েছি।
এখন থেকে আমাদের একসাথে থাকা শুরু
এরপর পৃথিবীর মাটি হবে আমার কাছে সব থেকে দামি।
তারপর গান, কবিতা আবৃতি, সত্য অভিনয় চিত্র ধারণ আরো কিছু বিশেষ বিস্ময়
আমরা বসে থাকি মশারির বাহিরে
মশা কামড়ায় আবার গায়ের উপর চড়ে হেটে বেড়ায় কানের এলাকা জুড়ে ব্বু ব্বু ভ্রাইবেট করে
তবুও কামড়ায় না, শুধু থেকে থেকে কামড়ায়
আর নারী শুধু একবার কামড়ে ছিলো
আর আমি তাকে জন্মের পর থেকে কতোশত বার চুমু খেলাম ঠোঁটে সেই ঠোঁট আর চায় না আমাকে
জমে থাকা বরফের পাহাড় এবার বিস্ফোরক
উল্লাস-উত্তেজনা অভাব ছিলো না কিছুর
তোমার না থাকা এখন আমাকে আপমান করে মানুষের সুম্মখে
রাতের মতো স্বচ্ছ অন্ধকার কোদালের মতো দাঁত খিলখিলিয়ে হাসছে
আমার কাজ দেখে যেও প্রথমে
আমার স্বাধীন কর্মক্ষেত্র যা আমার প্রথম প্রাপ্ত নিদর্শন সেই স্বাধীনতার সেই ভুঈ।
তুমি যদি আমাকে জানতে চাও আজ রাতে মুখোশ পড়ে উঠে নিয়ে যাও আরো গাঢ় অন্ধের অন্ধকারে
আমি শুধু চোখ বুজে ডুব দিবো তোমার ভিতরে স্বপ্নের মতো।
এই রাত থাকবে না একেরপর এক আসবে যাবে অবহেলায় অনাদরে।


১১/০৩/২০২১
রাত-১১ঃ৩৯, ঘরের কোণে। আগুন এবং ঝর্ণা।

Post a Comment

0 Comments