তোমাকে এখন পেলে কি করতাম ঝর্ণা

তোমাকে এখন পেলে কি করতাম ঝর্ণা
টেবিলের দিকে তাকি আরো বেশি তোমাকে মনে পড়ে।
পরিস্কার চোখে তোমার দিকে তাকিয়ে থাকতাম।
পিপাসাই গলা শুকিয়ে আসে, তোমাকে বলতাম বোতল ভড়ে আনো
তুমি ঝকঝকে পরিস্কার পানি আমাকে দেখাও
আমি বলি কবিতা শুনো
কবিতা শুনতে তুমি, তুমি আমাকে জানতে আমাকে বুঝতে আগুনের ভিতর কয়েকটি আগ্নেয়গিরি নিভু নিভু ভাব তুমি খ্যাড়-খড়ি ছেড়ে ইলেকট্রনিক রাসায়নিক বিস্ফোরকের মতো নতুন করে জ্বালিয়ে দাও আগুন নীল রঙের
তুমি কাছে থাকলে মনে হতো অনেক দূরে
তুমি অনেক দূরে তাই বসে নেই খাটে
আমি তোমার পাশে যায় অভিনয় করে দিখিয়ে দিই
পাশে বসি আদর করে কাছে ডাকি
চুমু খাই গালে কাধে শুধু ওষ্ঠ তাকে আমি হারাতে চাই না কখনো আমাদের চুমু দীর্ঘজীবি হোক।
অভিনয় না করেই চেয়ারে এসে বসলাম
ভেবে হালকা নিঃস্বাস ফেলি
তুমি নক্ষত্র ছোটে আসো আমার দিকে
আমি তার নিয়ন্ত্রক, আমাকে চিনতে না পেরে
আমার কাছেই খুঁজেছো আশ্রয়।


১১/০৩/২০২১
রাত-১১ঃ১৯, ঘরের কোণে। আগুন এবং ঝর্ণা।

Post a Comment

0 Comments