সবারই একটি বিশেষ শক্তি আছে

আমার টা অশরীরে পচে যায় ইষত ধবল পানার ফুলে সাজিয়ে রাখি শরীর উষ্ঠ মন ইষত ভাবে ভরে থাকে গন্ধে মৌ মৌ।
কিচ্ছু পারি না, আমি ভীত সাহস সাহায্য কিছুই পাই না
আমারই দোষ বারবার তাই মনে হয়।
ওদের কে দোষ দিয়ে ব্যর্থতার অপ প্রয়াস আমি দিতে চাই না।
আমি যে পারি না কিচ্ছু পারি না সেটা বলতে আজকের কথা।
শীতের শুরু দুপুরের রোদ মাতাল সিরিসিরি মন্থর আবেগ।
তাই বলতে পারছি এইসব আমার কাছে যাই অকথ্য তাই বলার মতো কথা
এছাড়া আপাতত নেই কোনো কথা কোনো এ্যাডভাঞ্চার রোমান্স এ্যাকশনের গল্প।
শুধু আছে ব্যর্থতা না পাওয়ার ঘৃণা যন্ত্রণা আবেগের সমাহার।
তাই এখন প্রাণের এক গতি সোঞ্চার বেঁচে থাকার নাচ গান আমি ভালবাসি ভালোবাসি আমাকে ভালোবাসি সবাই কে সেই ভালোবাসে থেকে বঞ্চিত নয় পৃথিবীর একটি প্রাণও নয়।
এই গাছ ঘরবাঙুয় দের বিলাস প্রশাখা কাটা ডালে একা দুঃসে ছিলো তখন।
এখন দুপুর সব সময় তোমায় মনে পরে।


০৬/১১/২০২০
দুপুর-১২ঃ৫৩, চিলেকোঠার বারান্দা।শীতের শুরু।

Embracing the Mundane: Reflections on Daily Life Through Poetry


In the latest post on the blog "Poetry to Inspire and Empower," the poet explores the nuances of everyday life through a contemplative piece titled "এখন দুপুর সব সময় তোমায় মনে পরে." This work delves into the profound simplicity of daily moments, capturing the essence of memory and presence in the rhythm of an afternoon. The poet’s use of imagery, such as "ইষত ধবল পানার ফুলে সাজিয়ে রাখি শরীর," evokes a sense of timelessness and the ephemeral nature of human experience. This blog continues to offer a unique blend of personal reflection and universal themes, making it a captivating read for poetry enthusiasts.

For more insightful poetry, visit the blog [here](https://poetrytoinspireandempower.blogspot.com/).