৩০ এপ্রিল ২০২৩

বাপের কাছে টাকা চামু

নেটের বিল দেওয়া লাগবে আর হাতোত কোনো ট্যাকা নাই অনেক দিন দোকানে বাঁকি বয়কা হয়েছে দেওয়া লাগবে
এরজন্য সকাল সকাল উঠতে হবে মটরে যেতে হবে মরিচের গাছগুলো বাধতে হবে
আর এখন হাজার বারোশ টাকা দিন
ফুলদিন কাজ করলে মজুরি তো দিতে হবে
তাই আর কি!


The blog "Poetry to Inspire and Empower" features a collection of Bengali poems, or "Bangla Kobita." The poems cover a variety of themes, including personal reflections, societal issues, and emotional experiences. The site also includes posts about Bangla Vlogs and other literary works. Each poem offers a unique perspective, aiming to inspire and empower readers through evocative language and vivid imagery.

For more details and to explore the poems, visit [Poetry to Inspire and Empower]

Here is a new poem [Ai] inspired by the themes and tone of the blog "Poetry to Inspire and Empower":


Echoes of Dawn

In the quiet hours before the dawn,
When the world still slumbers in night’s embrace,
Whispers of dreams gently drawn,
Stir the heart with a tender grace.

Hope awakens with the first light,
A promise of new beginnings bright,
Strength found in the softest fight,
Courage blooms in the morning light.

Through shadows deep and trials long,
In every tear, a silent song,
We rise, resilient, brave, and strong,
To a future where we all belong.



ভোরের প্রতিধ্বনি

ভোরের আগে শান্ত ঘন্টায়,
পৃথিবী যখন রাতের আলিঙ্গনে ঘুমিয়ে থাকে,
স্বপ্নের ফিসফিস আলতো করে আঁকা,
একটি কোমল করুণা সঙ্গে হৃদয় আলোড়ন.

প্রথম আলোয় আশা জাগে,
উজ্জ্বল নতুন শুরুর প্রতিশ্রুতি,
নরম লড়াইয়ে শক্তি পাওয়া যায়,
সকালের আলোয় সাহস ফুটে ওঠে।

গভীর ছায়া এবং দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে,
প্রতিটি অশ্রুতে, একটি নীরব গান,
আমরা উঠি, স্থিতিস্থাপক, সাহসী এবং শক্তিশালী,
এমন একটি ভবিষ্যতের যেখানে আমরা সবাই জড়িত।