তোমাকে ছাড়া আমার চলবেই না
কোনো কিছু কোনো কিছুই আর আসেনা
না কবিতা তা গান না নাচ না অভিনয়
কোনো কিছুতেই আমার মন বসে না
কোনো কিছু কোনো কিছুই আর আসেনা
না কবিতা তা গান না নাচ না অভিনয়
কোনো কিছুতেই আমার মন বসে না
আমার গাছ রোজ যাদের সাথে কাটে বিরহ বেদনা আমার চাষের ভিঞ আমার মতো
সে সবুজের দিকে তাকালে আমার মতো ফ্যালফ্যাল করিয়ে তাকিয়ে দাখে
তাদের সবুজের তেজের সাথে আমার তেজ যেনো মিশে হয়েছে একাকার
তাই তাদের সুস্থ তেজশীতা কামনা করি বারবার
তারা যখন বেড়ে উঠে আমি তখন বেড়ে উঠি
তারা যখন ফুল দেয় আমার ঘরে তখন রাতের ফুল ঘোর গুন্ধ ছড়ায়
তারা যখন ফল দেয় আমার ঘরে তখন পাকাফল যেনো শূণ্যে/বাতাসে ভেসে বেড়ায়
চাষের ভিঞ যখন আমার রক্তের দাম দেয় তখন আমি তেজী আর কিচ্ছু দেখি না কিচ্ছু শুনি না
বজ্রাঘাত/হুংকারে আর ভয় পায় না
মাথার উপরের নীল সাদা কালা বহুরঙের আকাশ আমাকে চিনে দাখে প্রায় প্রায়
তবুও দেখা দেয় না আমায়
এ কি হলো আমার-আমি যে পাগল/খ্যাপা কবি।
০১/০৩/২০২১
রাত- ১১ঃ২৯. ঘরের কোণে। আগুন
0 Comments