কাঠের খাট কাঠের ড্রেসিং টেবিল
উলঙ্গ ছেড়া পাতা খাতার উপরের
হাত পাখা লেঙটা আয়না
লাইটার বড়ো ডারবির প্যাকেট দশটাকার বিড়ি খালি এক কেজির স্টিলের গ্লাস
আমি বসে থাকি রোজ রাতের আঁধারে কখনো বা সাজানো আলোয়
অভার শুধু একটিই; তোমাকে কাছে পাবার
আমাকে গ্রাস করে তোমার অনুপস্থিতি
তোমার আকাঙ্খা, তোমার নেশা, তোমার ঘোর
তোমার জ্বালা, তোমার যন্ত্রণা
তোমার আলো তোমার বাতাস তোমার গন্ধ
পাতার আড়াল থেকে কবরের মাথা জেগে উঠা
সন্ধ্যায় আঁধারে তোমাকে খুঁজে বেড় করি সাদা ধবধবে পাপড়ির মতো
রোজ রাতে তুমি না আসলে আমি ধ্বংস হই
হতে থাকি আর কাতরায়
সেটা কবিতা নয়; নয় কোনো গান, উপন্যাস গদ্য অথবা
চলচিত্র প্রদর্শনীতে হবে না কো কখনো সেই অনুভূতি যা মাথাই জাগায় সহজে অনাকাঙ্খিতের বিষ
উদ্ভ্রান্ত আমি সেই পথিক; কবি, গায়ক. শিল্পীদের সাথে হয় আমার পথে পথে দেখা।
০৫/০৪/২০২১
রাত- ১১ঃ১৫, ঘরের কোণে।
বিড়াল ছানা
0 Comments